হোম আন্তর্জাতিক ভারত-পাকিস্তান সংকট ‘বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছেছে: বিশ্লেষক

ভারত-পাকিস্তান সংকট ‘বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছেছে: বিশ্লেষক

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযান শুরুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ‘ভীতিকর মাত্রায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন একজন বিশ্লেষক।

সিএনএন-এর লাইভ প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন-ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, এই সংকট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই স্থানে ‘তাৎক্ষণিকভাবে কোনো অবমুক্তির ব্যবস্থা’ নেই বলে মনে হচ্ছে।

পাকিস্তানের সেনাবাহিনী শনিবার (১০ মে) ভোরে জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের কাছের একটি ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তারা ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের হত্যার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংঘাত দ্রুত বৃদ্ধি পায়।

সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধে লিপ্ত হয়েছে। এটি একটি বিতর্কিত অঞ্চল, যা তারা উভয়েই সম্পূর্ণরূপে দাবি করে, উভয়ই অঞ্চলটির একটি অংশ নিয়ন্ত্রণ করে। এটি নিয়ে আরেকটি সংঘর্ষের ফলে ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

কুগেলম্যান বলেন, পরস্পরের বিরুদ্ধে প্রতিটি আক্রমণ ভারত ও পাকিস্তানের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। কিন্তু কোনো পক্ষই জয় দাবি করতে এবং এটিকে ‘সংক্ষিপ্ত’ হিসেবে ঘোষণা করতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না। এখানে উত্তেজনা বৃদ্ধির গতিশীলতা অত্যন্ত উদ্বেগজনক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন