হোম খেলাধুলা ভারত-পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে উসাইন বোল্টের বার্তা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে শনিবার (১৪ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত। এ ম্যাচের আগে কোহলিকে ভালো করার জন্য সাহস দিয়েছেন জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট।

শনিবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় পাকিস্তানের বিপক্ষে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তার আগে কোহলিকে ভালো করার পরামর্শ দিয়েছেন বোল্ট।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বোল্ট লিখেছেন, ‘কোহলি, তোমার ডাইভ দেখেছি। তুমি পিচে দ্রুততম হতে পারো, আমি কিন্তু বাতাসে দ্রুততম। তোমার পরের খেলাও দেখব। ফাটিয়ে দাও।’

বোল্টের এই বার্তার জবাবও দিয়েছেন বিরাট। বোল্টকে বড় ভাই সম্বোধন করে তিনি লিখেছেন, ‘বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। অতিরিক্ত কয়েকটা ১০০ মিটার স্প্রিন্ট টেনেছি।’

উসাইন বোল্টের কাছ থেকে প্রেরণা পাওয়া কোহলি কি পারবেন চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভালো করতে? তার সাম্প্রতিক পারফরম্যান্সে চোখ বুলালে উত্তরটা ‘হ্যাঁ’-ই হয়। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচেও যে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। তার আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৮৫ রান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন