হোম খেলাধুলা ভারত থেকে সরে এশিয়া কাপ হবে আরব আমিরাতে

ভারত থেকে সরে এশিয়া কাপ হবে আরব আমিরাতে

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভা শেষেও ছিল কিছু জটিলতা। অবশেষে সব বাধা কাটিয়ে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছেন এসিসি সভাপতি মহসিন নাকভি।

আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। তবে তা সরিয়ে নিয়েছে এসিসি। ভারতই থাকবে এশিয়া কাপের আয়োজক। তবে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

নাকভি এক্সে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।’

এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কবে মুখোমুখি হবে তা এখনো জানা যায়নি। সম্প্রতি দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এ কারণেই এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। যদিও দুই দলই অংশ গ্রহণ করছে আসরে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন