হোম আন্তর্জাতিক ভারত: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ফ্লাইট বাতিলের হিড়িক

ভারত: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ফ্লাইট বাতিলের হিড়িক

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের নয়াদিল্লিসহ বিভিন্ন জায়গায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তিন ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাতিল করা হয়েছে বিমানের বহু ফ্লাইট। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। দিল্লির পাশাপাশি শীতে কাপছে পূর্ব ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যও।

সোমবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা তিন ডিগ্রির পারদ ছোয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শহর। শূন্যে নেমে যায় দৃষ্টিসীমা। কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয় বহু ফ্লাইট।

একই সঙ্গে রাজধানীগামী, বন্দেভারত, দূরত্ব এক্সপ্রেসের মতো দূর পাল্লার ট্রেনগুলোও পূর্ব-নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ব্যাহত হচ্ছে নৌযান চলাচলও।

দিল্লির পাশাপাশি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার জনজীবন। বৈরি আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র শীতে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলের প্রায় সব রাজ্য। একই অবস্থা পূর্ব ভারতের বিহার, উরিশ্যা এবং পশ্চিমবঙ্গেও।

এদিন সকালে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা জলপাইগুড়ি, দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বাতিল হয়েছে ৪১টি ফ্লাইট। হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন চলাচলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়।

ভারতজুড়ে শীতের এই আবহ আরো কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন