পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধু (২৫), গন ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিন গাজীপুর গ্রামে।
জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ওই গন ধর্ষনের ঘটনার কথা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই সকল বিষয় প্রকাশ করতে চাচ্ছি না। জড়িতদের আটকরে পর মিডিয়ার কাছে বিষয়টি উম্মুক্ত করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পৌরসভার দক্ষিন গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে স্থাণীয় এক গৃহবধুকে স্থাণীয় ৮ যুবক তাকে গন ধর্ষন করে। পরে সেখান থেকে ওই রাতের সাড়ে ১২টার দিকে ওই গৃহবধুকে স্থাণীয় দক্ষিন-পশ্চিম গাজীপুরের নবীন-প্রবীনের বাগানে নিয়ে ধর্ষন করে।
থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উপজেলার সদরের জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), ছোট গেদুর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫) এ ৫ জনকে গ্রেফতার করেছেন।
s
