নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা ২ নং কুশাখালী ইউনিয়ন ভাদড়া বাউকোলা ফুটবল মাঠে চারদলীয় প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা ৩০ মিনিটে জুয়েল ট্রেডার্স বনাম মা ইলেকট্রনিক্স এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করে। দুই দলের মধ্যে খেলার ৮ মিনিটের মাথায় জুয়েল ট্রেডার্স এর ফরওয়ার্ড জার্সি নাম্বার ৭ জিল্লু মা ইলেকট্রনিক্সের গোল রক্ষক ইমন কে বোকা বানিয়ে মায়াবী জালে বল জড়িয়ে দেন ফলে ১/০ তে দলকে এগিয়ে নেন।
মা ইলেকট্রনিক্স ফুটবল একাদশের আক্রমণভাগ গোল পরিষদে মরিয়া হয়ে ওঠে কিন্তু মুহুর মুহুর আক্রমণ জুয়েল ট্রেডার্স ফুটবল একাদশের গোলরক্ষক রাসেল প্রতিহত করেন পরে কাউন্টার অ্যাটাক এ কিছু বুঝার আগেই মা ইলেকট্রনিক্স এর রক্ষণভাগের কিছু বোঝার আগেই জুয়েল ট্রেডার্স ফুটবল একাদশ এর মাঝ মাঠের জার্সি নাম্বার ১৪ ইব্রাহিম আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এর ফলে ২/০ গোলে প্রথমার্ধ শেষ করেন।
উভয় দল দ্বিতীয়ার্ধের শুরু হয় আর উত্তেজনাপূর্ণ কিন্তু মা ইলেকট্রনিক্স ফুটবল একাদশ আরো মরিয়া হয়ে ওঠে গোলপরিষদে কিন্তু গোল করতে ব্যর্থ হয় প্লান্টি বক্স এর একটু দূর থেকে কেক নিয়ে জুয়েল ট্রেডার্স ফুটবল একাদশ এর ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মশিউর আরেকটি গোল করেন খেলার শেষ বাঁশি পরে ৩/০ তে মাঠ ছাড়ে দুই দল”” জুয়েল ট্রেডার্স ফুটবল একাদশ””৩ /০গোলে মা ইলেকট্রনিক্স ফুটবল একাদশ কে পরাজিত করেন।
খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শিমুল চেয়ারম্যান 2 নং কুশাখালী ইউনিয়ন পরিষদ সাইফুদ্দিন পলাশ ইউপি সদস্য ইঞ্জিনিয়ার আবু নাঈম তাজুল ইসলাম সাবেক খেলোয়াড় আতিউর রহমান অরুণ কুমার ঘোষ আবদুর রহীম প্রমুখ।
ম্যাচটি পরিচালনা করেন হাফিজুর রহমান হাফিজ,একরামুল হোসেন, বদরুল আলম, ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ ইকবাল হোসেন।