মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন ভবদহবাসীকে বাঁচাতে টিআরএম প্রকল্পের কোন বিকল্প নেই। বার বার নদী খনন করলেও পানিতে পলির অংশ বেশি থাকায় পুনরায় ভরাট হচ্ছে নদী। ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান হিসেবে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালু করতে হবে। একই সাথে ভবদহ এলাকার পানি ভৈরব নদীতে প্রবাহের জন্য আমডাঙ্গা খাল খনন করতে হবে।
খালটি খনন করলে ভবদহবাসী ২৫ভাগ জলবদ্ধতা থেকে রক্ষা পাবে। গতকাল যশোর কালেক্টরেট সম্মেলন কক্ষে ভবদহ এলাকার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, পানি উন্নয়ন বোর্ড ও ভবদহ এলাকার মানুষের মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন ভবদহ মানুষের মানুষ কষ্টে আছে। ভবদহ অঞ্চলে ৭৫ হাজার হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে। এর মধ্যে ৪ হাজার হেক্টর জমি ভয়াবহ জলাবদ্ধতার মধ্যে রয়েছে। দ্রুত এর স্থায়ী সমাধানের জন্য একমাত্রই পথ হলো টিআরএম প্রকল্প । ভবদহ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে অভয়নগরের আমডাঙ্গা থেকে শিবসা পর্যন্ত আড়াই কিলোমিটার খাল খনন করতে হবে। এই খাল খননের আশেপাশে জমি অধিগ্রহন করে প্রকৃত পক্ষের জমির মালিকদের তালিকা করতেও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেন তিনি। তালিকা অনুযায়ী তাদের ক্ষতিপুরণ দেয়া হবে।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভবদহ জলাবদ্ধতা নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল, সদস্য কামরুজ্জামান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্যসচিব অধ্যাপক চৈতন্য পাল, উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, মফিজুর রহমান নান্নু, প্রদীপ হালদার, মুক্তিযোদ্ধা সুধীর কুমার পাড়ে, মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, বাঘারপাড়া সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায়, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান সভায় সিদ্ধান্ত হয়েছে ভবদহের ১৮ কিলোমিটার ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে ২০টি পাম্প বাসনো হবে পানি নিষ্কাশনের জন্য। পাশাপাশি অভয়নগরের আমডাঙ্গা খাল প্রশ^স্ত করার জন্য খনন কাজ শুরু করা হবে। সেই সাথে টিআরএম প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।
s