হোম খেলাধুলা বড় জয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

  জাতীয় ডেস্ক :
প্রথমে ব্যাট করতে নেমে ২৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের এই বিশাল সংগ্রহের নিচে চাপা পড়েছে দুর্বল কুয়েত। মাত্র ৬৪ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা। তাই ২২৭ রানের বড় জয় ঘরে তোলে লাল-সবুজের দলের যুবারা। এই জয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ।

আজ শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মাহফিজুল ইসলামের সেঞ্চুরি ও মেহরাব হাসানের ঝড়ো ইনিংসে এই বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ যুব দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওপেনার মাহফিজুল ১১৯ বলে করেছেন ১১২ রান। আর মেহরাব ২৪ বলে ৪২ রান করেন।  আরিফুল ইসলাম ২৪ বলে ২৩ রান করেন। তাহজিবুলের সংগ্রহ ১৯ বলে ২৫ রান।

জবাবে অল্প রানে গুটিয়ে যায় কুয়েতের ইনিংস। মিত ভাবসার সর্বোচ্চ ৪৩ রান করেন। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ২৯১ (মাহফিজুল ১১২, আইচ ২০, আরিফুল ২৩, তাহজিবুল ২৫, মেহরব, ৪২ ; মির্জা ৬-১-২৯-১, ফারুক ৭-১-৩৩-১, উমর ৭-০-৪৫-২, সাদিক ৮.২-০-৪-৩, থমাস ৭-০-৪৮-৩, বাসতাকি ২-০-২৪-১)।

কুয়েত অনূর্ধ্ব-১৯ দল : ২৫.৩ ওভারে ৬৪ (ভাবসার ৪৩, সালদানহা ২, সাদিক ১, জহির ২, বাসতাকি ১, থমাস ১, মির্জা ১১; মুশফিক ৭-০-১৯-১, রিপন ৮-৩-১০-৩, নাইমুর ৪-১-১৫-১, মেহরাব ৫-১-১৪-২, রকিবুল ১.৩-০-১১-২)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন