অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার রাজধানীর গুলশানে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যোবায়ের, প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।