ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন: সরাইল উপজেলার ধরন্তী এলাকার আব্দুল হামিদের ছেলে মো. ইদ্রিস মিয়া (৪০), একই উপজেলার শাহবাজপুর এলাকার বাবর মিয়ার ছেলে সফিক মিয়া (২৭), একই এলাকার মো. রহিমের ছেলে মো. সেলিম মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল এলাকার মানিক মিয়ার ছেলে মো. জালাল (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার মাক্কি মিয়ার মাঠে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যকে গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে ১টি বাঁটযুক্ত স্টিলের চাপাতি, ১টি কুড়াল, ২টি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ৬টি ও মো. সফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। গ্রেফতার চার ডাকাত সদস্যকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আসলাম হোসেন।