হোম জাতীয় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম নামে (১৫) এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ সিয়াম উপজেলার নাজিরপুর এলাকার মৃত হোসেনের ছেলে এবং স্থানীয় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিয়াম বন্ধুদের সঙ্গে অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় বন্ধুরা সিয়ামকে খুঁজে না পেয়ে তার পরিবার ও থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের উদ্ধারকর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে সন্ধ্যা পর্যন্ত সিয়ামের সন্ধান পায়নি।

সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, ‘ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া স্টেশনের ডুবুরি টিমকেও ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন