হোম খেলাধুলা ব্যর্থ হওয়ার পর লিটনকে ধুয়ে দিলেন ভারতীয় সমর্থকরা

খেলার সংলাপ :

আইপিএলে নিজের অভিষেক ম্যাচটা হয়তো ভুলে যেতে চাইবেন ওপেনার লিটন দাস। সমর্থকদের পাহাড়সম প্রত্যাশার চাপে পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। অভিষেক ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি উইকেটের পেছনেও ছন্নছাড়া লিটন। লিটনের এমন ব্যর্থতার দিনে ব্যর্থ কলকাতাও। এমন পারফরম্যান্সে সমর্থকদের রোষানলে পড়েছেন লিটন।

আইপিএলে প্রথম তিন ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকার পর শেষমেষ গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে যান লিটন। অভিষেকেই বাজিমাত করবেন লিটন, সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। ব্যাট হাতে ৪ বলে ৪ রান করে আউট হন লিটন। সুযোগ ছিল উইকেটের পেছনে দারুণ কিছু করে নজর কাড়ার। সেখানেও ব্যর্থ লিটন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আউটের দুটি সুযোগ নষ্ট করেন লিটন।

১২৭ রানে ছোট্ট সংগ্রহেও দিল্লিকে বেশ পরীক্ষা দিতে হয়েছে। একটা সময় হাত থেকে ফসকে যাওয়া ম্যাচে বোলারদের কল্যাণে নিয়ন্ত্রন নেয় কলকাতা। তবে তখন লিটন দুটি সুযোগ হাতছাড়া করেন। যা মেনে নিতে পারছে না কলকাতার সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিটনকে রীতিমত ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। তুষার নামের এক নেটিজেন টুইট করে লেখেন, ‘লিটন দাস দয়া করে আমার দেশের সুন্দর লিগ ছেড়ে চলে যান আপনি।’ সৌরিয়া আগারওয়াল নামে আরেক নেটিজেনের মন্তব্য, ‘আমি আগে জানতাম না যে, লিটন এত সাধারণ মানের একজন কিপার।’ আদিত্য নামে আরেকজন মন্তব্য করেন, ‘আমার দেখা সবচেয়ে বাজে কিপিং ছিল।’ তার এমন কিপিং আমাদের ম্যাচ হারিয়েছে। এটা মেনে নেওয়া যায় না।

অভিষেকে এমন পারফরম্যান্স লিটনের ওপরে কতটা প্রভাব ফেলে তা তো সময়ই বলে দেবে। তবে পরবর্তী ম্যাচে একাদশে জায়গা হবে তো লিটনের, এটাই এখন বড় প্রশ্ন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন