হোম অন্যান্যসারাদেশ বোয়ালমারী উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান একাধিক প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

ফরিদপুর প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে আজ সকাল ৯ টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ বাজারে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়- বিক্রয় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে কৃষকের কাছ থেকে পেঁয়াজের ক্রয় ভাউচার বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে ৩,০০০ টাকা, মেসার্স আরমান সোয়াইব বাণিজ্যালয়কে ৩,০০০ টাকা ও মেসার্স শাহাদৎ বাণিজ্যালয়কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ টানানো সহ সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির বিষয়ে ব্যবসায়ী দেরকে বিশেষভাবে সচেতন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন