খেলাধূলা ডেস্ক :
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার (৯ এপ্রিল) জয়ের পরই দুঃসংবাদ পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোহলি সতীর্থ হার্শাল প্যাটেল। যে কারণে আইপিএলের বায়োবাবল ভেঙে বাড়ি ফিরেছেন তিনি।
প্যাটেলের বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিনের অসুস্থতা শেষে শনিবার মৃত্যুবরণ করেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে খবরটি কানে পৌঁছে প্যাটেলের। ফলে তড়িঘড়ি আরসিবি শিবির ছেড়ে রাতেই বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি। হিন্দুস্তান টাইমসের খবর, এক দিনের ছুটি নিয়ে তিনি বোনের শেষকৃত্য সম্পন্ন করার জন্য বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
বায়োবাবল ভাঙায় ফেরার পর প্যাটেলকে আইসোলেশন করতে হবে। আইসোলেশনের নিয়ম বলছে, বিদেশ থেকে এলে তিন দিন আইসোলেশনে থাকতে হয়। তবে দেশের মধ্যেই জৈব বলয় ছেড়ে অন্য কোথাও গেলে কত দিন আলাদা থাকতে হয়, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, মুম্বাইয়ের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় বেঙ্গালুরু। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। এদিন রোহিত-ঈশান কিষানের ওপেনিং জুটি ভালোই সূচনা এনে দিয়েছিল মুম্বাইকে। ৬ ওভারেই ৫০ রান তুলে ফেলা সেই জুটি ভাঙেন হার্শাল প্যাটেল। ১৫ বলে ২৬ রান করে অধিনায়কের বিদায়ের পর কিষানও ফেরেন ২৮ বলে ২৬ রানের শম্বুক গতির ইনিংস খেলে। তাকে ফেরান আকাশদীপ।
এরপর দ্রুত উইকেট হারানো মুম্বাই ৬ উইকেট হারিয়ে ১৫১ রান পর্যন্ত পৌঁছে মূলত সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসের কল্যাণে। মাত্র ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তার ইনিংসটিতে ৫টি চার ও ৬টি ছক্কার মার। এদিন ব্যাট হাতে কিছুই করতে পারেননি দক্ষিণ আফ্রিকার সাড়া জাগানো ব্যাটার ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। ১১ বলে ৮ রান করে হাসারাঙ্গার শিকারে পরিণত হন। আরেক ডেঞ্জারম্যান কিয়েরান পোলার্ডকেও ফেরান লঙ্কান এই রহস্য বোলার। নিজের মোকাবিলা করা প্রথম রানেই গোল্ডেন ডাক মেরে ফেরেন পোলার্ড।
মুম্বাইয়ের বিরুদ্ধে দারুণ বল করেছেন হাসারাঙ্গা-হার্শাল প্যাটেল। দুজনই ২টি করে উইকেট নেওয়ার পাশাপাশি রানের চাকাটাও আটকে রাখতে সমর্থ হয়েছেন। ৪ ওভারে যথাক্রমে ২৩ ও ২৮ রান দিয়েছেন হার্শাল প্যাটেল ও হাসারাঙ্গা। এ ছাড়াও আকাশদীপ ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে উইকেট নিয়েছেন একটি।
১৫২ রানের জবাব দিতে নেমে ফাফ ডু প্লেসি ও অনুজ রাওয়াত মিলে ৫০ রান জমা করেন উদ্বোধনী জুটিতে। নবম ওভারের প্রথম বলে আউট হয়ে যান ফাফ ডু প্লেসি। ২৪ বলে একটি চারের মারে মাত্র ১৬ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। দলের জয় নিশ্চিত করতে অনুজ রাওয়াত ৬৬, কোহলি ৪৮, ম্যাক্সওয়েল ৮ ও কার্তিক ৭ রান করেন।