জাতীয় ডেস্ক:
বোনের বিয়ের আগের দিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এ কারণে বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে নেমে এসেছে বিষাদের ছায়া। শনিবার (০১ জুলাই) বেলা ১১ টার দিকে নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মামুন ফকির (২৬) নামে যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত মামুন ফকির চারিগাঁওপাড়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের ছোট বোনের বিয়ে আগামীকাল রোববার (০২ জুলাই)। এরমধ্যেই বাড়িতে চলছে বিয়ের আয়োজন। শনিবার সকালে দুইজনকে সঙ্গে নিয়ে বাড়ি পরিষ্কারের কাজ করছিলেন মামুন। এক পর্যায়ে ঘরের টিনের চালা সরাতে যায় তারা। কিন্তু তার ছিঁড়ে টিনের চালা বিদ্যুতায়িত হয়ে থাকায় ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে মামুন এবং আরও দুইজন আহত হন।
মামুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নিয়েছে। মামুনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, মামুনের সঙ্গে আরও দুইজন আহত হয়েছিল। তারা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। কিন্তু মামুনকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
