জাতীয় ডেস্ক :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ ইসরাফিল হোসেন (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা।
রোববার( ৫ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের ছোট আচড়া গ্রাম থেকে যশোর র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। আটক ইসরাফিল বেনাপোল পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
যশোর র্যাবের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তে নাশকতা মুলক কাজের উদ্দেশ্য সন্ত্রাসীরা একত্রিত হয়েছে। এমন সংবাদে বেনাপোল ৮নং ছোটআঁচড়া ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইসরাফিল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।