হোম অর্থ ও বাণিজ্য বেনাপোল বন্দরে কর্মবিরতি প্রত্যাহার

বাণিজ্য ডেস্ক :

বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমসের সমঝোতা বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। এতে সোমবার (৭ মার্চ) সকাল থেকে আবারও এপথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

দুই দিন আগে ভারতীয় ট্রাকে বৈধ পণ্যের সঙ্গে হাজার বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণে সিগারেট ও আমদানি নিষিদ্ধ পণ্য চোরাচালানের সহযোগিতার অভিযোগ এনে দুইটি সিঅ্যান্ডএফের লাইসেন্স বাতিল ও একজন কর্মচারীর নামে মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। এতে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ এনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করেছিলেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

রোববার (৬ মার্চ) রাত ১১ টায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনভর কাস্টমসের সঙ্গে বৈঠক হয় ব্যবসায়ীদের। পরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ভারতে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বৈধ পথে মাদক চোরাচালন বন্ধে সকলে সহযোগিতায় একমত হয়েছেন।

বৈঠকে কাস্টমস কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, ভারতীয় কোনো ট্রাকে অবৈধ পণ্য প্রবেশ করলে আগামীতে চালকের বিরুদ্ধে মামলা করবেন। পণ্য আমদানির ক্ষেত্রেও কাস্টমস তদারকি বাড়াবেন যাতে পণ্যবাহী ট্রাকের কেউ অবৈধ পণ্য ওঠা- নামা করতে না পারেন। এছাড়া লাইসেন্স বাতিল ও মামলার বিষয়ে নতুন করে তদন্ত করবেন যাতে নিরপরাধী কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন।

এ আলোচনা শেষে কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। তাই সোমবার সকাল থেকে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

এবিষয়ে বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ব্যবসায়ীদের মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি জানতে পারেছেন। দুই দিন বাণিজ্য বন্ধ থাকায় বিপুল পরিমাণে পণ্য নিয়ে ট্রাকগুলো বন্দরে আটকা পড়েছিল। এখন বাণিজ্য শুরু হয়েছে। পণ্যবাহী ট্রাক যাতে দ্রুত খালাস হয়, সকলকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দরে রাজস্বের বিষয়ে বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার মো. আক্তার ফারুক জানান, প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা আমদানি ও রফতানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে। তবে গত দুইদিন ধরে পণ্য খালাস বন্ধ থাকায় রাজস্ব আহরণ মারাত্মভাবে ব্যাহত হয়েছিল। কর্মবিরতি প্রত্যাহারে এখন ব্যবসায়ীরা রাজস্ব পরিশোধ করতে শুরু করেছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন