হোম অর্থ ও বাণিজ্য বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বাণিজ্য ডেস্ক :

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে সচল আছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, সরকারি ছুটিতে রোববার (১৫ মে) সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। এতে কোনো পণ্যবাহী কার্গো রেল বা ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে প্রবেশ করেনি।

সোমবার (১৬ মে) সকাল থেকে আবারও এ পথে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানান, এ পথে সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন