বেনাপোল (যশোর) প্রতিনিধি :
বেনাপোল দৌলতপুর গ্রামের রমজান মোল্লা (২৬)কে ১টি পিস্তল ও ১ টি ম্যাগজিন সহ আটক করেছে ডিবি পুলিশ। রবিবার ভোরে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্র চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে কেনাবেচা করছে।এমন সংবাদে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে রমজান মোল্লা (২৬), পিতা- জাকির হোসেন, সাং- দৌলতপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ০১ টা পিস্তল ও ১টি ম্যাগজিন সহ আটক করা হয়।
অপরদিকে এসআই শফি আহমেদ রিয়েল একটি টিম নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০/০৪/২২ খ্রিঃ তারিখ ০০:২০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাকিনস্থ জনৈক শামসুল মোড়লের পতিত জমিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ওবায়দুর রহমান @ ওবায় (২৪), পিতামৃত- গোলাম হোসেন, সাং- দৌলতপুর দক্ষিণপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৫০ (প াশ) বোতল ফেনসিডিল সহ আটক করেন।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।