হোম অন্যান্যসারাদেশ বেনাপোল কাস্টমস হাউজে গভীর রাতে আনসার সদস্যর হাতে তিন চোর আটক।

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল কাস্টমস হাউজে তিন চোর আটক করা হয়েছে ।সোমবার গভীর রাত্রে ওই চোরদের আটক করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনছার সদস্যরা। এসময় তাদের নিকট থেকে একটি নাট বল্টু খোলা রেঞ্জ উদ্ধার করেছে।

আটককৃতরা হলো বেনাপোল ভবারবেড় গ্রামের ইমারুল হক এর ছেলে নয়ন হোসেন (২৫ )একই গ্রামের আমিনুর রহমান এর ছেলে ইয়ামিন (২৭) আব্দুর রশিদ ছেলে সিহাব হোসেন (২৩)।

বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনছার এর প্লাটুন কমান্ডার আবুল কালাম আজাদ বলেন আনছার সদস্যরা রাত্রে কর্তব্য পালন কালে দেখে কাস্টমস হাউজের ভিতর তিন জন লোক ঘুরাঘুরি করছে। তখন তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা পালানোর চেষ্টা করে এ সময় কর্মরত আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ওয়াগন থেকে চাউল চুরির কথা শিকার করে বলেন পুলিশ এর ভয়ে পালাতে তারা কাস্টমস এর পাঁচালির মধ্যে প্রবেশ করে।

আনসার সদস্যরা বলেন পিসি স্যারের নির্দেশনায় আমরা দেশের জন্য নিরাপত্তার কাজে সার্বোক্ষনিক নিয়োজিত।কোন অপরিচিত লোক দেখলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে হাউজে প্রবেশ করতে অনুমতি দেই।এ দিকে অনেকেই জানিয়েছেন পিসি আবুল কালাম আজাদ কাস্টমস হাউসে যোগদান করার পর থেকে কাস্টমস হাউজের ভেতর কোন বাহিরের লোক প্রবেশ করতে পারে না।

এ ব্যাপারে কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল হক বলেন আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন