হোম জাতীয় বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৪

বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৪

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

জাতীয় ডেস্ক:

গাজীপুরে বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী ক্যাশ অফিসারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আবু বাশার (২৯), আব্দুর রাজ্জাক (৪০), ইব্রাহিম মিয়া (২২), আতিক হাসান (২৯)। এদের মধ্যে আবু বাশার (২৯) বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহারে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর আবু বাশার অফিসে অনুপস্থিত ছিলেন। এ সময় তার মোবাইলে ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ক্যাশ সুপারভাইজারের সাহায্যে টাকা রাখার ভল্টের তালা খোলা হয়। এ সময় ভল্টে রাখা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৬২ লাখ ১৭ হাজার ১৬৭ টাকা ও নুভিস্তা ফার্মাসিউটিক্যালসের ৫৬ হাজার ৫৫৮ টাকার হদিস পাওয়া যায়নি।

বাসন থানার ওসি আরও বলেন, মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের কাছ থেকে নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন