হোম জাতীয় বেইলি রোড ট্র্যাজেডি: কাচ্চি ভাই রেস্টেুরেন্টের ম্যানেজারসহ ৪ জন রিমান্ডে

বেইলি রোড ট্র্যাজেডি: কাচ্চি ভাই রেস্টেুরেন্টের ম্যানেজারসহ ৪ জন রিমান্ডে

কর্তৃক Editor
০ মন্তব্য 147 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চায়ের চুমুক রেস্টুরেন্টের মালিকসহ চার জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

রিমান্ডকৃতরা হলেন- কাচ্চি ভাই রেস্টেুরেন্টের ম্যানেজার জিসান, চায়ের চুমুক রেস্টুরেন্টের মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন ও গ্রিন কোজি কটেজের ম্যানেজার হামিদুল হক বিপুল।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, বেইলি রোডে আগুন লাগার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এখন দুর্ঘটনার আলামত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় করা মামলার এজাহারে ভবনের মালিকসহ চার জনের নাম উঠে এসেছে। তদন্তের পর সার্বিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ভবনের অন্যান্য দোকানের মালামাল ও আটকে থাকা গাড়ি, মালিকদের দ্রুত বুঝিয়ে দেয়া হবে। ভবনের মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

এর আগে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন জানিয়েছিলেন, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেউ অভিযোগ না দিলে, পুলিশ বাদী হয়ে মামলা করবে।

প্রসঙ্গত, বেইলি রোড বৃহস্পতিবার রাতের ট্র্যাজেডিতে প্রাণ হারানো ৪৬ জনের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের ৩ জনের নিথর দেহ বুঝে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শোকাহত স্বজনরা। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিকেল বোর্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন