খেলাধূলা ডেস্ক :
নিউজিল্যান্ডের বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে দুই দলরই ইচ্ছা ছিল টসে জিতে প্রথমে বোলিং নেওয়া। যেখানে ইচ্ছা পূরণ হয়েছে বাংলাদেশের অধিনায়কের। সবুজের ছোঁয়ায় দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ম্যাচের প্রথম ঘণ্টা দারুণ উপভোগ করেছেন বলে জানান তিনি।
নতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া মাউন্ট মঙ্গানুই টেস্টে শনিবার (০১ জানুয়ারি) প্রথম ঘণ্টায় ১৩ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা মাত্র ১৫ রান সংগ্রহ করতে পারে। ৫ ওভারের স্পেলে তিনটি মেডেনসহ ৭ রান দিয়ে টম ল্যাথামের উইকেট তুলে নেন শরিফুল।
এমন কন্ডিশনে ম্যাচের প্রথম ঘণ্টার বোলিং দেখেই বোঝা যাচ্ছিল সহায়ক উইকেট পেয়ে পেসাররা আনন্দে আছে। ম্যাচের প্রথম দিন শেষে এক ভিডিও বার্তায় শরিফুল জানান তার অনুভূতি। শরিফুল বলেন, ‘প্রথম ঘণ্টায় ভালো লেগেছে বোলিং করে। নতুন বলে মুভমেন্ট ছিল, সুইং করছিল, খুব উপভোগ করেছি প্রথম এক ঘণ্টা।’
প্রথম ঘণ্টার পর আসতে আসতে সুযোগ কমতে থাকে বোলারদের জন্য। তবে কিউই দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের উইকেটও তুলে নেন শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে ২০ ওভারে ৫৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। উইকেট নেওয়ার মতো ডেলিভারি ছিল আরও অনেক। কয়েকবারই অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বল।
সারা দিনই চমৎকার বোলিং করা শরিফুল জানালেন, বিভিন্ন পর্যায়ে নতুন করে ঠিক করে নিতে হয়েছিল লাইন ও লেন্থ। শরিফুল বলেন, ‘লাঞ্চের পর পিচ একটু ভিন্ন রকম ছিল। তখন ফ্ল্যাট হয়ে গিয়েছিল, বল সোজা যাচ্ছিল। যখন দেখলাম ফ্ল্যাট হয়ে গেছে, বল সোজা যাচ্ছে তখন লেন্থ একটু পিছিয়ে দিই। যেন স্কোর করা ওদের জন্য একটু কঠিন হয়ে পরে।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। প্রথম দিনেই কিউইদের হয়ে শতক হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। টাইগারদের হয়ে ২ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম এবং একটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক এবং এবাদত হোসেন।