খেলাধূলা ডেস্ক :
বৃষ্টি বাধার পর আবারও মাঠে গড়াচ্ছে খেলা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। অর্থ্যাৎ বাকি ৯ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৮৫ রান।
যদিও আম্পায়ারদের সিদ্ধান্তে সন্তুষ্ট দেখা যায়নি বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসানকে। ম্যাচের আম্পায়ার মারনাস এরাসমাসের সঙ্গে পাংশু মুখে আলোচনা করতে দেখা যায় তাকে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভার খেলা হয়েছিল। বাংলাদেশের সংগ্রহ ৬৬/০। ডিএলএস পার স্কোর এখন ৪৯। ফের মাঠে খেলা না গড়ালে ম্যাচে জয় পেত লাল-সবুজের দল। কারণ ডিএল আইনে ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু খেলা ফের মাঠে গড়ানোয় লক্ষ্যটা কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। বাকি ৫৪ বলে টাইগারদের করতে হবে ৮৫ রান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৪ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি সর্বোচ্চ সংগ্রহ।
ভারতকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বড় কৃতিত্ব কোহলির ৪৪ বলে ৬৪ রানের ইনিংসের। মাঝে সূর্যকুমারের ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে দারুণ মোমেন্টাম পায় ভারত। তবে বাংলাদেশ ফিরে আসে আবার। দীনেশ কার্তিক ঠিক ফিনিশ করতে পারেননি, তবে শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন খেলেছেন ৬ বলে ১৩ রানের ক্যামিও। এ বিশ্বকাপে এত রান তাড়া করে এখন পর্যন্ত জেতেনি কোনো দল।
ভারতের বড় টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন লিটন দাস। ৭ চার ও ৩ ছক্কায় মাত্র ২৪ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন লিটন। অন্যদিকে, ধীরলয় ব্যাটিংয়ে ১২ বলে চার রান করেছেন শান্ত।
