হোম খেলাধুলা বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বৃষ্টিতে টস হতে দেরি

বিকাল ৩টায় আম্পায়ারদের সর্বশেষ পর্যবেক্ষণের কথা থাকলেও আবার শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তার আগে বৃষ্টি থেমেছিল।

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি

প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের মতো পাকিস্তানও একই বিন্দুতে। তারাও ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে এই ম্যাচটি নিয়মরক্ষার। ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে নাম লিখিয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

দুই দল সান্ত্বনা পুরস্কার হিসেবে জয় চাইলেও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তাদের প্রতিপক্ষ হয়ে আছে বৃষ্টি। এই মাঠেই মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টসও হতে পারেনি। আজও সেখানে পূর্বাভাস মেনে বৃষ্টি হচ্ছে। ঠিক এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে মাঠ ভেজা থাকায় যথাসময়ে টস হচ্ছে না।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় আম্পায়াররা পর্যবেক্ষণ করবেন। তারপরেই জানাবেন পরবর্তী সিদ্ধান্ত।

পরিসংখ্যান

দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি পাকিস্তানের। ৩৯ ম্যাচে ৩৪টিতে জিতেছে তারা। বাংলাদেশের জয় মাত্র ৫টি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এবারই প্রথম মুখোমুখি হচ্ছে। তবে আইসিসি টুর্নামেন্ট হিসেবে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথম দেখায় পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন