হোম খেলাধুলা বৃষ্টিতে ভেসে যাওয়া দুই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেবে পিসিবি

বৃষ্টিতে ভেসে যাওয়া দুই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেবে পিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। তবে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ বাতিল হয়েছে৷ বাতিল হওয়া সেই দুই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ও ২৭ ফেব্রুয়ারি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ। বৃষ্টির জন্য টসও করা যায়নি এই দুই ম্যাচে। দুইটি ম্যাচেরই ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে এক বিবৃতিতে পিসিবি বলে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকেটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ।’

টিকিটের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে পিসিবি। ফেরত দেওয়া হবে না হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম। টিকিটের অর্থ ফেরত পাওয়ার জন্য প্রমাণ হিসেবে আসল এবং অক্ষত টিকিট কাউন্টারের জমা দিতে হবে। অন্য কারো হয়ে টিকিটের অর্থ ফেরত নেওয়া যাবে না। প্রকৃত ক্রেতাকেই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেটের অর্থ ফেরত নিতে হবে। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে অর্থ ফেরত নিতে হবে সংশ্লিষ্ট দর্শকদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন