হোম খেলাধুলা বৃষ্টিতে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ

বৃষ্টিতে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। খেলা তো দূরের কথা, বেরসিক বৃষ্টির কারণে এই ম্যাচের টস–ই হয়নি। দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অবশ্য এখনও সেমিফাইনালে ওঠার আশা আছে ‘বি’ গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের জন্য।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) করাচিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচে যে দল হারবে, নিশ্চিতভাবেই তারা বাদ পড়ে যাবে। জয়ী দল নিজেদের শেষ ম্যাচটিও জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ আসবে তাদের সামনেও।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড। আর আফগানিস্তান হারে দক্ষিণ আফ্রিকার কাছে। ইংল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট শূন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলেই সেমিফাইনালে উঠবে। গ্রুপের শেষ দুটি ম্যাচও যদি পরিত্যক্ত হয়, তখনো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই উঠবে সেমিফাইনালে। তবে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হারে তাহলে আগামীকাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা জিতবে, তারা নিজেদের শেষ ম্যাচটি জিতলে উঠে যাবে শেষ চারে।

আপাতত ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ও আফগানিস্তান ১টি করে ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি। রান রেটে এগিয়ে ইংল্যান্ড তিনে, আফগানিস্তান চারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন