হোম রাজনীতি বৃষ্টি উপেক্ষা করে আ. লীগের সমাবেশে জনতার ঢল

রাজনীতি ডেস্ক:

বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। হাজার হাজার মানুষের ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। জিরো পয়েন্টকে কেন্দ্র করে চারপাশে এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

সমাবেশে বিশাল মিছিল নিয়ে আসেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। এ ছাড়া অন্যান্য সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী মিছিল নিয়ে আসেন।

বেলা তিনটার পর মঞ্চে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম এমপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম ছিলেন।

এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের উজ্জীবিত করতে মঞ্চে গান পরিবেশন করা হয়।

বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কুরআন তেলাওয়াতে মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন