হোম অর্থ ও বাণিজ্য বুড়িমারী স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে

বাণিজ্য ডেস্ক :

দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানিকারকদের সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য নয় দিন বন্ধ থাকবে।

বুড়িমারী শুল্ক স্টেশন স্থলবন্দর কর্তৃপক্ষসহ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার জন্য আগামী ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ৭ ও ৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় বাণিজ্য বন্ধ থাকবে। পরে ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবীর জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। সে হিসাবে ৯ দিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতীয় চ্যাংড়াবান্ধা ও বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে উভয় দেশে যাওয়া-আসার জন্য পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে।

আগামী ১০ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন