হোম অন্যান্যসারাদেশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সাথে ইউনিয়নের প্রকল্পের কাজের অনিয়মের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে অবহিত করণ এর জন্য এবং বিভিন্ন প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা জামাত আলী সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নাজিমগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ কবির কাজল, ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব, সাংবাদিক হাফিজুর রহমান।

মোঃ মাসুম এর সঞ্চালনায় এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শেখ নুর আলী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, আরাফাত হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শাওন আহাম্মদ সোহাগ, হাবিবুল্লাহ ,শোয়েব আহমেদ, মারুফ হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও মথুরেশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুধী ব্যক্তি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানসহ কতিপয় ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন এবং তদন্ত পূর্বক প্রয়োজনে ব্যবস্থার দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন