হোম অন্যান্যসারাদেশ বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেটের জকিগঞ্জে আশ্রয়ন প্রকল্প থেকে তুলে নিয়ে মেয়েকে রাতবর ধর্ষন গ্রেফতার ২

বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেটের জকিগঞ্জে আশ্রয়ন প্রকল্প থেকে তুলে নিয়ে মেয়েকে রাতবর ধর্ষন গ্রেফতার ২

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

সিলেট অফিস :
সিলেটের জকিগঞ্জের আটগ্রাম এলাকার আশ্রয়ন প্রকল্প থেকে মারজানা বেগম নামে ১৭ বছরের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে রাতবর ধর্ষন করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সাজ্জাদ মিয়া ও সজিব আহমদ নামে দুই জন কে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জকিগঞ্জ থানা পুলিশ যায়, গত ৮ আগষ্ট নিখোজ মারজানার মায়ের জিডির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ মোবাইল ফোন নাম্বারের সুত্র ধরে প্রযুক্তির ব্যাবহার করে সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে সজিব কে গ্রেফতার করা হয় এবং মেয়েকে উদ্ধার করা হয় পরে সজিবের দেয়া তথ্যর ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সাজ্জাদ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৭ বছর বয়শী মারজানার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাজ্জাদ মিয়া এবং তাকে সর্ব ক্ষেত্রে সহযোগিতা করে তার খালাতো ভাই সজিব এর পর গত ৭ তারিখে মোবাইল ফোনে কথা বলে ঘর থেকে বের করে আটগ্রাম এলাকার আশ্রয়ন প্রকল্পের সামনে থেকে একটি সিএনজির মাধ্যমে মারজানা কে জোর করে অপহরন করে তুলে নিয়ে সিলেট নগরীরর আখালিয়া এলাকার আসামী সাজ্জাদের ফুপু রুকিয়া বেগমের একটি ভাড়াটিয়া বাসায় রেখে সমগ্র রাত মেয়েটিকে ধর্ষন করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মোঃ শাহিনুর রহমান আরটিভি অনলাইন কে জানান, নিখোঁজ ব্যাক্তির মা থানায় জিডি করার পর আমরা প্রযুক্তির ব্যাবহার করে আসামী সজিব কে গ্রেফতার করি ও মেয়েটি কে উদ্ধার করি। এ বিষয়ে জকিগঞ্জ থানায় নির্যাতিতা নারী মারজানা বেগম বাদী হয়ে নারী শিশু যৌণ হয়রানি আইনে মামলা করেছেন । আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, আরটিভি অনলাইন কে জানান, নারী শিশু নির্যাতন যৌণ হয়রানি আইনের দৃষ্টিতে খুব ভয়াবহ অপরাধ, উক্ত ঘটনায় আমরা ২ জন কে গ্রেফতার করেছি এবং দুই জন আসামী ঘটনার শ্বিকারোক্তি বিজ্ঞ আদালতে দিয়েছে এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাহলে তদন্তে তা বেরিয়ে আসবে এবং আমরা অবশ্যই তাদের কে গ্রেফতার করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন