খেলাধূলা ডেস্ক :
ইউরোপের অ্যাডভেঞ্চার শেষ করে এবার সৌদি আরবে পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরে যোগ দিয়ে সপরিবারে থাকছেন সৌদি আরবে। একসঙ্গে থাকলেও সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি। যা সৌদি আইনের পরিপন্থি।
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ সেই রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকেই একসঙ্গে আছেন। স্পেন-ইতালি-ইংল্যান্ড ঘুরে এখন পর্তুগিজ মহাতারকা তরী ভিড়িয়েছেন আরবে। আল নাসর ক্লাবের হয়ে রেকর্ড পারিশ্রমিকে খেলবেন তিনি। নতুন অ্যাডভেঞ্চারে যথারীতি তার সঙ্গী হয়েছেন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তানরা।
এতদিন এক ছাদের নিচে থাকা নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হননি এই প্রেমিকজুটি। তবে ইসলামের অনুশাসনে পরিচালিত এই দেশে বিবাহবহির্ভূতভাবে এক ছাদের নিচে থাকা আইনের পরিপন্থি এবং মারাত্মক অপরাধ হিসেবেই বিবেচিত। সেক্ষেত্রে রোনালদো ও জর্জিনা জুটি বিয়ে ছাড়াই এক ছাদের নিচে থেকে ভেঙেছেন দেশটির আইন- এমন খবরে গত কয়েকদিন সয়লাব ছিল দেশবিদেশের গণমাধ্যম।
এরপর থেকেই প্রশ্ন উঠেছে, এই জুটি কি তবে একসঙ্গে থাকতে পারবেন না আর? তারা কি তবে দুজন দুই দেশে অবস্থান করবেন? আর তাদের সন্তানদেরই বা কী হবে ?
সব প্রশ্নের জবাব পাওয়া গেছে। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, বিয়ে না করেও একইসঙ্গে থাকতে পারবেন রোনালদো ও জর্জিনা জুটি। দেশটির আইনপ্রণেতারা বিষয়টি দেখেও এড়িয়ে যাবেন বলে জানিয়েছেন।
স্পেনের সংবাদ সংস্থাটি এরইমধ্যে সৌদি আরবের দুজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে। তাদের বক্তব্য থেকেই পরিষ্কার। রোনালদোর জন্য দেশটির বিয়ের আইনে কিছুটা পরিবর্তন আসছে। এদের একজন জানিয়েছেন, এক ছাদের নিচে বিয়ে ছাড়া বসবাস করায় রোনালদো ও তার সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশঙ্কা নেই। তবে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে সেক্ষেত্রে আইনের প্রয়োগ হবে।
ইএফইকে তিনি বলেন, ‘যদিও আমাদের আইনে বিয়ে করা ছাড়া নারী ও পুরুষের একসঙ্গে থাকাটা নিষিদ্ধ, কিন্তু এমন বিষয় এখন কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আইন তখনই প্রয়োগ করা হবে, যখন কোনো অপরাধ বা সমস্যা হবে।’
রোনালদোর ছাড় পাওয়ার পেছনে আরও একটি কারণ দেখিয়েছেন অপর আইনজীবী। সৌদি আরবের এই আইন সাধারণত বিদেশিদের ক্ষেত্রে কার্যকর হয় না। বিশেষ করে ইউরোপিয়ানরা ছাড় পেয়ে আসছেন বরাবর। তবে সৌদি নাগরিকদের জন্য কঠোরভাবে কার্যকর এই আইন।
তিনি বলেন, সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর এ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে বিয়ে না করলে নারী-পুরুষের একসঙ্গে থাকায় নিষেধাজ্ঞার আইন এখনও বহাল।
