হোম অন্যান্যসারাদেশ বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

অনলাইন ডেস্ক:
পিরোজপুরে আব্দুল আলিম (৫২) নামে মাদ্রাসার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করে‍ছে পু‌লিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪২)।

আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে করা মামলায় শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন