অনলাইন ডেস্ক:
২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এ তালিকায় ছিল বেকারি পণ্যে বিস্কুট ও কেকও। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়েছে ব্যাপক। এবার এই বিস্কুট থেকে অতিরিক্ত ভ্যাট তুলে নেওয়া হচ্ছে। এখন আর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিলেই যথেষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেক থেকে ভ্যাট কমানো হয়েছে। অর্থাৎ, এবার বিস্কুট থেকে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলো সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।