হোম খেলাধুলা বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন জানালেন পাপন

বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন জানালেন পাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর থেকেই ক্রিকেট অঙ্গনের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়বেন পাপন। আর যদি দায়িত্ব ছাড়েন তাহলে পরবর্তী সভাপতি হবেন কে?

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাজমুল হাসান পাপন।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হন বিসিবি সভাপতি পাপন। সাংবাদিকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির দায়িত্ব পালন সম্পর্কে বলেন, ‘মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনে দুটি দায়িত্ব এক সঙ্গে পালন করা নিয়ে সমস্যা নেই। যদি দুটো দায়িত্ব পালন করি তাহলে সকলের কাছেই মনে হতে পারে ক্রিকেটকে আমি বেশি প্রাধান্য দেই। যা খুবই স্বাভাবিক ভাবনা।’
বর্তমান বিসিবির নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে সভাপতির দায়িত্ব ছাড়লেও বোর্ড ডিরেক্টরদের কেউ সভাপতির দায়িত্ব পাবেন। বাইরের থেকে নতুন করে কেউ চাইলেই সভাপতির দায়িত্ব নিতে পারবেন না। এ প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘আমার আইসিসির মেয়াদ শেষ হলে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সেক্ষেত্রে যারা বোর্ডের ডিরেক্টর পদে আছেন অবশ্যই তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি করতে হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন