হোম অর্থ ও বাণিজ্য বিশ্বব্যাপী লেনদেনে কমেছে ডলারের শেয়ার

বাণিজ্য ডেস্ক :

বিশ্বব্যাপী লেনদেনে ডলারের শেয়ার কমে গেছে। সুইফটের তথ্য মতে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই মার্কিন মুদ্রাটি ১ শতাংশেরও বেশি শেয়ার হারিয়েছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি থেকে এ তথ্য জানা গেছে।

সুইফট আন্তঃব্যাংক লেনদেন সিস্টেমের তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে বৈশ্বিক আর্থিক লেনদেনে মার্কিন ডলারের শেয়ার কমে গেছে।

সুইফটের মাধ্যমে পরিচালিত বিশ্বজুড়ে লেনদেনে ডলারের ব্যবহার ১ দশমিক শূন্য ৭ শতাংশ কমে ৩৮ দশমিক ৮৫ শতাংশে নেমে এসেছে। তবে বার্ষিকভিত্তিতে ডলারের শেয়ার এখনও শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়েছে।

অপরদিকে বছরের সেরা পাঁচটি বৈশ্বিক মুদ্রার মধ্যে ইউরোর শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে। ফেব্রুয়ারি মাসে মুদ্রাটির শেয়ার ১ দশমিক ২৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৩৭ দশমিক ৭৯ শতাংশে উঠে গেছে।

গত মাসে চীনা মুদ্রা ইউয়ান জাপানের ইয়েনের কাছে তার অবস্থান হারিয়েছে। মুদ্রাটির শেয়ার শূন্য দশমিক ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে। বৈশ্বিক গণনা হ্রাস পেয়েছে ২ দশমিক ২৩ শতাংশ।

তবে বৈশ্বিক লেনদেনে ইয়েনের শেয়ারও কমেছে। যা বর্তমানে ২ দশমিক ৭১ শতাংশে অবস্থান করছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন