হোম অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ

বাণিজ্য ডেস্ক :

বিশ্ববাজারে তেলের দাম গেল দুই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টে ক্রুডের দাম দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ব্যারেল প্রতি ৮৪ ডলার ছুঁয়েছে। এ দিকে চলতি বছর জ্বালানি তেলের দাম ১০০ ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে গেল নভেম্বরে ওমিক্রন শনাক্তের পর দুই মাসের মধ্যে সর্বোচ্চ দাম দেখল বিশ্ববাসী। বুধবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রডের দাম ছিল ব্যারেল প্রতি ৮৪ ডলার।

এ দিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দামও প্রায় ৮২ ডলার রেকর্ড হয়েছে। এ দিন ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ৮১ দশমিক ৮২ ডলার।

সীমিত চাহিদা ও ওমিক্রনের দোহাই দিয়ে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল উত্তোলন স্থগিত রেখেছে। প্রতিমাসে উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানোর চেষ্টা সত্ত্বেও প্রযুক্তিগত জটিলতায় বিভিন্ন দেশে সরবরাহে তা ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে গণমাধ্যম।

২০২০ সালে করোনা মহামারিতে চাহিদা তলানিতে নামার পর তেল উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ছোট উৎপাদনকারীদের অনেকেই সরবরাহ বাড়ানোর সাহস পাচ্ছেন না বলে জানিয়েছে রয়টার্স।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের বিষয়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার ছাড়িয়ে যাবে। সীমিত উৎপাদন ক্ষমতা আর স্বল্প বিনিয়োগের কারণে বছরের দ্বিতীয়ার্ধে তেলের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন