অনলাইন ডেস্ক:
দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এক সঙ্গে কাজ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ব্রাজিলে আয়োজিত হতে যাওয়া জি-২০ সামিটের জন্য শনিবার সকালে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি।
এ সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার নেওয়া উদ্যোগকে স্বাগত জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, জলবায়ু ও ক্ষুধা-দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা।
অন্তর্বর্তী সরকার সবার আগে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য তারুণ্য শক্তি, অর্থনীতি, নতুন ভাবনা ও জীবনব্যবস্থায় পরিবর্তন আনায় কাজ চলছে। অপব্যয় কমিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনতে আমরা ব্রাজিলের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। সরকার টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এজন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে থ্রি জিরো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।