হোম খেলাধুলা বিশ্বকাপের দল নিয়ে আত্মবিশ্বাসী তামিম

খেলাধূলা ডেস্ক:

চূড়ান্ত হয়েছে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সূচি। যেখানে ৭ অক্টোবর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে। এদিকে বিশ্বকাপ সূচি প্রকাশের পরই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সপ্তাহখানেক পরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর এশিয়া কাপেও বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ রয়েছে। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

এদিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপটি নিজেদের সেরা বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ বলে কোনো ম্যাচেই স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই। মঙ্গলবার (২৭ জুন) আইসিসির সঙ্গে আলাপকালে তামিম ইকবাল এমনটাই বলেছেন।

টাইগার অধিনায়ক বলেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাব তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা শীর্ষ পর্যায়ে পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে ভালো একটি দল, কন্ডিশনও পরিচিত।’

তামিম আরও বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’

এবারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে বলে সেখানে নিজেদের ভালো সমর্থনের আশা করছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘ভারতে খেলা সব সময়ই উপভোগ্য। দুর্দান্ত দর্শক ও দারুণসব স্টেডিয়াম। সেখানকার ক্রিকেটপ্রেমীরাও খেলাটি বেশ উপভোগ করে। আমরা যখনই সেখানে গিয়েছি, দারুণ সমর্থন পেয়েছি।’

অপ্রত্যাশিত কিছু না ঘটলে আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম। এদিকে সম্ভাব্য শেষ বিশ্বকাপও খেলতে যাচ্ছেন তামিম। যদিও বিশ্বকাপে তার পারফরম্যান্স তেমন ভালো নয়। তবে বাংলাদেশের সমর্থকদের আশা থাকবে, এবারের বিশ্বকাপে সেরা ছন্দে থাকুক তামিম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন