স্পোর্টস ডেস্ক:
আইসিসি ওয়ানডে টিম র্যাঙ্কিংয়ে চলছে দলগুলোর ইঁদুর-বিড়াল লড়াই। এশিয়া কাপ চলাকালীন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে নেমে যাওয়া পাকিস্তান, আবারও ফিরেছে শীর্ষে। সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশও ফিরে পেয়েছে ৭ম স্থান।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে, ৬ষ্ঠ স্থানে যাওয়ার সুযোগ আছে টাইগারদের।
আইসিসি বিশ্বকাপ শুরু হতে বাকি দু-সপ্তাহের কিছু বেশি সময়। শেষ মুহূর্তেও ব্যস্ততা দলগুলোর। সেরা কম্বিনেশন ঠিক করতে খেলছে দ্বিপাক্ষিক সিরিজ।
মাত্রই শেষ হয়েছে এশিয়া কাপ। অন্যদিকে, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এশিয়া কাপ চলাকালীন বেশ ক’বার পরিবর্তন আসে আইসিসি ওয়ানডে টিম র্যাঙ্কিংয়ে। শীর্ষস্থান হারিয়ে আবারও শীর্ষে ফিরেছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়া হারিয়েছে শীর্ষে যাবার সুযোগ। বাংলাদেশও নেমে গিয়েছিল এক ধাপ নীচে। তবে ভারতকে হারিয়ে আবারও ৭ম স্থান ফিরে পেয়েছে সাকিবের দল।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে দু’দলেরই মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে। তবে একেবারে গুরুত্বহীন না এই সিরিজ। ফলাফল প্রভাব ফেলবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে।
বর্তমানে র্যাঙ্কিং টেবিলে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে নিউজিল্যান্ড। ৯৪ রেটিং পয়েন্ট থাকা বাংলাদেশের অবস্থান ৭-এ। সিরিজের ফলাফলের ওপর বাংলাদেশের সামনে সুযোগ আছে ৬ষ্ঠ স্থানে যাবার। আবার শঙ্কাও আছেন ৮ম স্থানে নেমে যাওয়ার।
র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে যেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। এতে ৫ রেটিং পয়েন্ট যুক্ত হবে টাইগারদের। আর নিউজিল্যান্ড হারাবে ৪ রেটিং পয়েন্ট। হোয়াইটওয়াশ না করে ২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং বাড়লেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে না। তবে বাংলাদেশ যদি হোয়াইটওয়াশ হয়ে যায় তাহলেই হবে সর্বনাশ। ৩ রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশ নেমে যাবে ৮ম স্থানে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিশ্চয়ই এমন কিছু চাইবে না লিটন-তামিমরা।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০৪ ও ০৮-এ অনুষ্ঠিত সিরিজ দুটি হারলেও, ২০১০ ও ১৩’তে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করে টাইগাররা। শুধু তাই না, কিউইদের বিপক্ষে ঘরের মাঠে শেষ ৮ ওয়ানডেতে অপরাজিত বাংলাদেশ। এবার লিটনের অধীনে আরও একটা বাংলাওয়াশ হবে এমন আশা তো করাই যায়।