হোম অন্যান্যলিড নিউজ বিশুদ্ধ পানি সংগ্রহে ঘরের বাইরে সাধারণ মানুষ

বিশুদ্ধ পানি সংগ্রহে ঘরের বাইরে সাধারণ মানুষ

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার বুধহাটায় প্রায় ১মাস ধরে পাইপ লাইনের পানি বন্দ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঘরে বসে পানি পাওয়ার জন্য বুধহাটা সোনালী উন্নয়ন সংস্থা থেকে বাড়ীতে বাড়ীতে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ সংযোগ নিলেও বর্তমানে পানি সরবরাহ বন্দ করে দেওয়ায় নিরাপদ পানির অভাবে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশনা মেনে মানুষের যখন ঘরের মধ্যে থাকার কথা, সেখানে নিরাপদ পানির সন্ধ্যানে ঘর থেকে বাইরে বের হয়ে পায়ে হেটে পানি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। অন্যদিকে, কেউ অতিরিক্ত অর্থ দিয়ে বাইরে থেকে বিশুদ্ধ পানি ক্রয় করছেন। অনেকই দুঃখ প্রকাশ করে বলেন, করোনাভাইরাসের কারণে বাইরে বের হয়ে পানি নিতে হচ্ছে।

এব্যাপারে বুধহাটা সোনালী উন্নয়ন সংস্থার ম্যানেজার জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য পানি সরবরাহের পাইপ লাইন তুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে সড়ক সংস্কার কাজ বন্দ থাকায় আমরা পাইপ লাইন বসাতে পারছি না। অন্যদিকে, ভ্রাম্যমান পানি সরবরাহ প্রতিষ্ঠান বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার কর্তৃপক্ষ বলেন, আমরা বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছি।

কিন্তু বাইরে বের হলে জরিমানার ভয়ে আমরা নিরালস ভাবে কাজ করতে পারছি না। এমতাবস্থায়, পানির সংকট মোকাবেলায় ভ্রাম্যমান পানি সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই পানির লাইনটি সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন