হোম বিনোদন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় মিয়ানমারের অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

মিয়ানমারের অভিনেত্রী কিং হেনিন ওয়াই। তিনি মানবসেবায় অসামান্য অবদান রেখেছেন। তাইতো স্থান পেলেন বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়।

জানা যায়, মিয়ানমারের এ অভিনেত্রী নিজ নামে একটি ফাউন্ডেশন চালু করেন ২০১৪ সালে। কিং হেনিন ওয়াইয়ের এ সংস্থা এতিম ও মা-বাবা পরিত্যক্তদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

সেই থেকে এখন পর্যন্ত অসহায় ১০০ শিশুকে সাহায্য করেছেন এ অভিনেত্রী।

কিং হেনিন ওয়াই অভিনীত‘সান ইয়ে’ সিনেমাটি অনেক বেশি সফলতা অর্জন করে।

তিনি শিশু পাচারের বিরুদ্ধেও কাজ করেন। তার এইসব মানবিক কাজের মাধ্যমে তিনি ব্রিটিশ গনমাধ্যম বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় উঠে এসেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন