হোম খেলাধুলা বিপিএলের ড্রাফটে বিদেশি ক্রিকেটার ৪৪৮ জন

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের আসন্ন আসর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির প্লেয়ার্স ড্রাফট। সেখানে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও আধিক্য লক্ষ করা গেছে।

বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন মোট ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার। পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের। ক্যাটাগরি ‘এ’-তে আছেন ১৮ জন ক্রিকেটার। সেখানে বড় নাম কলিন ডি গ্রান্ডহোম, জেমি ওভারটন, পাথুম নিশাঙ্কা, দাসুন শানাকা ও হায়দার আলীরা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন ১৬ জন ক্রিকেটার। ইংল্যান্ডের ম্যাথু পটস, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সের সঙ্গে এই তালিকায় আছেন রায়ান বার্ল ও সামিত প্যাটেল। সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ জন। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ছাড়াও এই তালিকায় আছেন জর্জ ডকরেল, ফ্যাবিয়ান অ্যালেন, রস্টন চেইজ ও অ্যান্ড্রু টার্নার।

ক্যাটাগরি ‘ডি’-তে আছেন ৯৭ জন ক্রিকেটার। আর সবচেয়ে বেশি ক্রিকেটার ‘ই’ ক্যাটাগরিতে। ২৫৫ ক্রিকেটার আছেন এই ক্যাটাগরিতে।

ড্রাফটের আগেই অবশ্য নামীদামী সব বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। বিদেশি খেলোয়াড় কেনায় সবচেয়ে এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। রশিদ খান, মঈন আলী, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়ে চমক লাগিয়ে দিয়েছে দলটি। রংপুর ইতোমধ্যে দলে টেনেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, বাবর আজম, মাথিশা পাথিরানা এবং নিকোলাস পুরানকে।

দল গোছানোয় পিছিয়ে নেই বরিশাল-চটগ্রামও। আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে দলে টানার পর শোয়েব মালিক, পল স্টার্লিং, ইব্রাহিম জাদরান এবং মোহাম্মদ আমিরকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম দলে ভিড়িয়েছে মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান এবং মোহাম্মদ হাসনাইনকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন