হোম খেলাধুলা বিপিএলে খেলবেন বাংলাদেশের বিপক্ষে ফিফটি করা ডাচ তারকা

খেলাধূলা ডেস্ক :

কলিন অ্যাকারম্যান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে এই ডাচ তারকা ৪৮ বলে ৬২ রান করেছিলেন। তার লড়াকু ইনিংসে হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল টাইগার শিবির। যদিও নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে সাকিব আল হাসান বাহিনী। সেই অ্যাকারম্যান খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী প্রতিযোগিতায়। তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স।

অ্যাকারম্যান নেদারল্যান্ডসের হয়ে খেললেও তার জন্ম দক্ষিণ আফ্রিকায়। পরবর্তী সময়ে তিনি চলে যান নেদারল্যান্ডসে। সেই অ্যাকারম্যানকে দলে ভেড়ানোর কথা ফেসবুকে এক বার্তায় জানায় সিলেট। এক স্ট্যাটাসে বলা হয়, ‘দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ডাচ ক্রিকেটার কলিন অ্যাকারম্যানকে দলে স্বাগতম। দার ক্যারিয়ার শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এরপর কাউন্টি ক্রিকেট খেলে সে নেদারল্যান্ডসে সুযোগ পায়। বর্তমানে সে নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে, বাংলাদেশের বিপক্ষে ৪৮ বলে তার একটি ৬২ রানের দারুণ ইনিংস রয়েছে।’

নেদারল্যান্ডসের হয়ে অ্যাকারম্যানের অভিষেক হয় ২০১৯ সালে। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেও খেলছেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯ টি-টোয়েন্টিতে করেছেন ৩৯৬ রান, উইকেট নিয়েছেন ৭টি। ওয়ানডেতে ৪ ম্যাচে ৯৬ রান করার পাশাপাশি ২টি উইকেট শিকার করেছেন এ তারকা।

২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। এবারের বিপিএলে সিলেটসহ অংশগ্রহণ করছে মোট ৭টি দল। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন