হোম খেলাধুলা বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে আগামী সোমবার। ছয় ক্যাটাগরিতে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৭০ লাখ টাকা। আর ‘বি’ ক্যাটাগরির ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরির ১২ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭৫ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ২০ হাজার ডলার ঠিক করা হয়েছে।

চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা, রানার্সআপ ৫০ লাখ টাকা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচগুলো হবে।

টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল। দল গুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, সিলেট ও খুলনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন