হোম জাতীয় বিদ্যালয়ের টয়লেট থেকে নারীর মরদেহ উদ্ধার, আটক ২

জাতীয় ডেস্ক :

রাঙামাটিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) বিকেলে কাপ্তাইয়ে বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের পিয়ন সাদ্দাম জানান, শনিবার বিকেলে শিক্ষার্থীরা স্কুল মাঠে খেলার সময় হঠাৎ টয়লেটের ভেতর কিছু একটা দেখতে পেয়ে তাকে খবর দেয়। এরপর তিনি টয়লেটে গিয়ে মুখমণ্ডল থেঁতলানো, রক্তমাখা ও মুখ পোড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক প্রধান শিক্ষককে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কাপ্তাই থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। মামলা প্রক্রিয়াধীন আছে।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন।

পুলিশ সুপার জানায়, শনিবার বিকেলে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে হাছিনা বেগম নামে এক নারী ও হাছিনার ছেলে রুমিকে গ্রেফতার করেছে পুলিশ। হাছিনা স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন