রাজনীতি ডেস্ক:
জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলেও সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
এ সময় বিদেশি পর্যবেক্ষক বিষয়ে প্রশ্ন করলে ক্ষেপে গিয়ে তিনি বলেন, ‘বিদেশমুখিতা কেন আপনাদের, নিজেদের ওপর আত্মবিশ্বাস নেই? শেখ হাসিনার আত্মবিশ্বাস আছে।’
নির্বাচন ঘিরে নানা ধরনের নীতি ও নিষেধাজ্ঞার আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘যারা আমাদের ওপর স্যাংশন দেবে, তাদের ওপরেও আমরা স্যাংশন দেবো। সময়মতো আমরা প্রস্তুতি নেবো।’
এ সময় ভিসা নীতি নিয়ে কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, যারা নির্বাচনে আসবে না তাদের পক্ষে নেই যুক্তরাষ্ট্র।
তিনি অভিযোগ করেন, ‘মূলত বিদেশিরা বিক্রি করতে আসে। অন্যান্য চাপ দেয় যাতে তাদের বিক্রি বাড়ে।’