হোম রাজনীতি বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, মো. মহিউদ্দিন আহমেদের চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্ট সময় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন