হোম বিনোদন বিচ্ছেদের পর ফাঁস হলো আদিল-রাখির বিয়ের উদ্দেশ্য!

বিচ্ছেদের পর ফাঁস হলো আদিল-রাখির বিয়ের উদ্দেশ্য!

কর্তৃক Editor
০ মন্তব্য 153 ভিউজ

বিনোদন ডেস্ক:

আদিল দুরানির সঙ্গে প্রেম ও বিয়ে প্রকাশ্যে আসার পরই একের পর এক নিউজের খোরাক দিচ্ছেন বলিউডের আইটেম গার্ল খ্যাত রাখি সাওয়ান্ত। সর্বশেষ রাখির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে চলতি মাসে ‘বিগ বস ১২’-র প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন আদিল। এর কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আদিল-রাখির বিয়ের প্রকৃত উদ্দেশ্য।

সম্পর্কের টানাপড়েন ও দাম্পত্য কলহের জের ধরে রাখির সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান আদিল। এ কারণে রাখির অভিযোগের ভিত্তিতে জেলও খাটেন। জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন আদিল।

আদিলের করা এফআইআরের পর থেকে মিডিয়ার কাছে রাখি দাবি করে আসছেন, নিজের প্রচার বাড়ানোর উদ্দেশ্যেই এমনটা করছেন আদিল। রাখির এ দাবি পুরোপুরি স্বীকার না করলেও সম্প্রতি তা আংশিক স্বীকার করেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল।

সংবাদমাধ্যমে আদিল বলেছেন, হ্যাঁ, প্রচারের আলোয় আসতেই রাখিকে বিয়ে করেছিলাম। আসলে আমি একজন অভিনেতা হতে চেয়েছিলাম।

আদিল আরও বলেন,‘বিগ বস’ এ যাওয়ার ইচ্ছাও ছিল আমার। এখনও আছে। তবে আমার পরিচিতি বাড়াতেই শুধু আমি রাখিকে বিয়ে করিনি। রাখিরও প্রচার বাড়ানোর ইচ্ছা ছিল। ও (রাখি) সারাক্ষণ প্রচারে থাকতেই ভালোবাসে। শুধু আমি না, আমরা দুজনেই প্রচার বাড়াতে একজন অন্যজনকে বিয়ে করি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন