হোম রাজনীতি বিচারবিভাগ নির্দেশ দিলে তারেক ও জুবাইদাকে ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের আর্থিক দণ্ডও দেয়া হয়েছে। বিচারবিভাগ নির্দেশ দিলে দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালাবে বলে জানিয়েছেন মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রায় ঘোষণার পর বুধবার (২ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবিভাগ নির্দেশ দিলে তারেক রহমানকে ফেরাতে তৎপরতা চালাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী স্ট্যাটাসে তারা যুক্তরাজ্যে আছেন, তা মন্ত্রণালয়ের জানা নেই।

এ সময় নির্বাচন নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী।’

এদিকে তারেক ও জুবাইদা রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সবসময় এই চেষ্টা থাকবে, সেটা আমাদের দায়িত্ব। সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করবে।’

এরআগে, বিকেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে যথাক্রমে ৯ এবং ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তারেককে ৩ কোটি ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

এ রায়ের পরে উত্তাল হয়ে ওঠে নয়াপল্টন। রায়ের আগেই বিএনপির দলীয় কার্যালয়, ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। ‘মিথ্যা মামলা, মিথ্যা রায়; মানিনা মানবো না’ ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন